গোপালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির বোড়াশী ইউনিয়ন কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার পূর্বভেন্নাবাড়ি মুন্সিবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ আয়োজন করা হয়।
সমাবেশে গোপালগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডা. কে এম বাবর বক্তব্য রাখেন। তিনি তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়ী করার আহ্বান জানান।
বোড়াশী ইউনিয়ন বিএনপির সভাপতি ইফতেখার হোসেন গাজীর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাহমুদুল হাসান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট সাহিদ হোসেন। এছাড়া সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
বিডি-প্রতিদিন/এমই