বয়স কেবলই সংখ্যা—এ কথার জীবন্ত প্রমাণ লিওনেল মেসি (৩৮) ও ক্রিস্টিয়ানো রোনালদো (৪০)। বয়সের ভারে নত না হয়ে এখনো তরুণদের সঙ্গে সমান তালে লড়ছেন এই দুই কিংবদন্তি। মাঠে গোলের পর গোল করে এখনো প্রমাণ দিচ্ছেন তাঁদের শ্রেষ্ঠত্বের।
এই ধারাবাহিক পারফরম্যান্সেরই স্বীকৃতি মিলেছে ফিফপ্রোর সংক্ষিপ্ত তালিকায়। ২০২৫ ফিফপ্রো বিশ্ব একাদশের ২৬ জনের প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছেন দুই মহাতারকা। তাদের সঙ্গে রয়েছেন ক্লাব ফুটবলে আলো ছড়ানো আরও বহু তারকা খেলোয়াড়।
চলতি বছরের জুলাই থেকে ২০২৫ সালের আগস্ট পর্যন্ত পারফরম্যান্স বিবেচনায় ২০ হাজার পেশাদার ফুটবলারের ভোটে তৈরি হয়েছে এই তালিকা। আগামী ৩ নভেম্বর ঘোষণা করা হবে চূড়ান্ত একাদশ।
এবারের সংক্ষিপ্ত তালিকায় ক্লাব হিসেবে সর্বাধিক সাতজন জায়গা পেয়েছেন ফরাসি ক্লাব পিএসজি থেকে।
গোলরক্ষক
জিয়ানলুইজি দোন্নারুম্মা (পিএসজি/ম্যানচেস্টার সিটি, ইতালি), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ, বেলজিয়াম), অ্যালিসন বেকার (লিভারপুল, ব্রাজিল)।
ডিফেন্ডার
আশরাফ হাকিমি, মার্কিনিওস, নুনো মেন্দেস (পিএসজি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড (লিভারপুল/রিয়াল মাদ্রিদ), পাউ কুবারসি (বার্সেলোনা), ভার্জিল ফন ডাইক (লিভারপুল)।
মিডফিল্ডার
জোয়াও নেভেস, কোল পালমার, পেদ্রি, ফেদেরিকো ভালভের্দে, জুড বেলিংহাম, কেভিন ডি ব্রুইনা, লুকা মদরিচ, ভিতিনিয়া।
ফরোয়ার্ড
উসমান দেম্বেলে, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসি, রাফিনিয়া, ক্রিস্টিয়ানো রোনালদো, আর্লিং হলান্ড, মোহাম্মদ সালাহ, লামিনে ইয়ামাল।
বিডি প্রতিদিন/মুসা