জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিএনপিপন্থি শিক্ষকদের সংগঠন ‘জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম’র কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২৫ এর ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩২ সদস্যের এ কমিটিতে সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম সভাপতি ও পরিবেশ বিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. জামাল উদ্দীন সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। এছাড়া গণিত বিভাগের সভাপতি ও ফজিলাতুননেছা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।
মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষক লাউঞ্জে ভোটগ্রহণ শেষে বিকেল ৫টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এতে মোট ৫৪ জন জাতীয়তাবাদী দল-বিএনপি সমর্থক শিক্ষক ভোট প্রদান করেন।
নির্বাচনে অন্যান্য পদে বিজয়ীরা হলেন-সহসভাপতি অধ্যাপক ছালেহ আহাম্মদ খান, অধ্যাপক মোস্তফা নাজমুল মানছুর, অধ্যাপক মো. শাহাদাত হোসেন, অধ্যাপক মোহাম্মদ মামুন হোসেন ও অধ্যাপক নাসরীন সুলতানা; যুগ্ম সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন, অধ্যাপক বোরহান উদ্দিন ও অধ্যাপক মোহাম্মদ রায়হান শরীফ; সহ-সাংগঠনিক সম্পাদক মো. আল-আমিন খান; কোষাধ্যক্ষ অধ্যাপক মো. মনোয়ার হোসেন, প্রচার সম্পাদক এস. এম. মাহমুদুল হাসান; তথ্য ও প্রযুক্তি সম্পাদক অধ্যাপক মো. ফজলুল করিম পাটোয়ারী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক অধ্যাপক মোহাম্মদ আমির হোসেন ভূঁইয়া; পরিবেশ ও গবেষণা সম্পাদক অধ্যাপক মো. নজরুল ইসলাম; স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক মো. আব্দুল হালিম ও নারী বিষয়ক সম্পাদক অধ্যাপক শামছুন নাহার।
এতে কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মো. গোলাম মোস্তফা, অধ্যাপক মো. তালিম হোসেন, অধ্যাপক নাহিদ আখতার, মিসেস কামরুন নেছা খন্দকার, অধ্যাপক মুহাম্মদ তারেক চৌধুরী, অধ্যাপক আবু ফয়েজ মো. আসলাম, অধ্যাপক এ. কে. এম. রাশিদুল আলম, অধ্যাপক তাসলিমা নাহার, অধ্যাপক মোহাম্মদ এমাদুল হুদা, অধ্যাপক কে. এম. জাহিদুল ইসলাম, অধ্যাপক মাসুম শাহরিয়ার ও অধ্যাপক মুহাম্মদ শফিকুল ইসলাম।
বিডি প্রতিদিন/এমআই