বেশ ভালো ছন্দে আছেন মোহাম্মদ শামি। ভারতীয় দলে জায়গা না পেয়ে নিজেকে প্রমাণ করতে মরিয়া হয়ে উঠেছেন তিনি। রঞ্জি ট্রফিতে ইডেন গার্ডেন্সে আগের ম্যাচে উত্তরাখণ্ডের বিপক্ষে নিয়েছিলেন ৭ উইকেট। ঘরের মাঠে দ্বিতীয় ম্যাচে গুজরাটের বিপক্ষে দুই ইনিংস মিলিয়ে উইকেট নিলেন ৮টি।
শামির বোলিং তোপে খেলার শেষ দিন দুই সেশনে গুজরাটকে উড়িয়ে দিয়েছে বাংলা। ম্যাচও জিতেছে ১৪১ রানে। দুই ম্যাচে বাংলার পয়েন্ট ১২।
শামিকে অস্ট্রেলিয়া সিরিজের দলে না নেওয়ার পর ভারতের প্রধান নির্বাচক অজিত আগরকর জানিয়েছিলেন, শামির ফিটনেস সম্পর্কে কোনো তথ্য তাদের কাছে নেই।
রঞ্জির প্রথম ম্যাচে নামার আগে সেই জবাব দিয়েছিলেন শামি। জানিয়েছিলেন, তথ্য দেওয়া তার কাজ নয়। তার সঙ্গে বোর্ড যোগাযোগ করেনি।
শামি প্রশ্ন রাখেন, তিনি যদি রঞ্জি খেলতে পারেন, তাহলে ওয়ানডে ক্রিকেট কেন খেলতে পারবেন না? শামি পরপর দুই ম্যাচে সেই জবাব দিলেন।
বিডি প্রতিদিন/কেএ