চট্টগ্রামের বাঁশখালী থানার হত্যাচেষ্টা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। মঙ্গলবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার সরল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, সরল এলাকার মৃত আমির হামজার ছেলে আবুল হাসান (৪৮) ও একই এলাকার আবুল হাসানের ছেলে শওকত (৩০)।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সরল হত্যার পরে থেকে আসামিরা আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের বাশঁখালী থানায় সোপর্দ করা হয়।
বিডি প্রতিদিন/কামাল