বৈচিত্র্যের মধ্যে ঐক্যের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার ময়মনসিংহে জাতীয়তাবাদী ক্ষুদ্র জাতিগোষ্ঠী দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির শীর্ষনেতা বলেন, তাঁর দল সব জাতিগোষ্ঠী নিয়ে অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। পাহাড় ও সমতলের সবার অধিকার প্রতিষ্ঠায় বিএনপির সব কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা হয়েছে। বৈচিত্র্যের মাঝে ঐক্যের প্রতি বিএনপির অঙ্গীকারের যে কথা তারেক রহমান তুলে ধরেছেন, তা খুবই প্রাসঙ্গিক ও তাৎপর্যপূর্ণ। বাংলাদেশ মূলত একটি জাতিরাষ্ট্র। তারপরও এ দেশে অনেকগুলো ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে। জাতীয় ঐক্যের স্বার্থেই সব জাতিগোষ্ঠীকে তাদের প্রাপ্য মর্যাদা দেওয়া উচিত। বাংলাদেশ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের ফসল। প্রতিটি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অংশগ্রহণ মুক্তিযুদ্ধকে মহিমান্বিত করেছে। বিশেষ করে ময়মনসিংহসহ সংলগ্ন জেলাগুলোর ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অগ্রণী ভূমিকা ও অসামান্য আত্মত্যাগ অবিস্মরণীয়। তারেক রহমান বক্তব্যে স্পষ্ট করেছেন তাঁর দল বিশ্বাস করে বাংলাদেশ শুধু বাঙালির নয়। বরং সব জাতিগোষ্ঠীর। বিএনপি ক্ষমতায় গেলে সরকারি চাকরি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জন্য কীভাবে আরও সহজ করা যায় তা বিবেচনা করা হবে। ফেব্রুয়ারিতে নির্বাচনের রূপরেখা ঘোষণা করা হয়েছে। নিরাপদ বাংলাদেশ নিশ্চিত করতে বিএনপি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সহযোগিতা চায়। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ তাদের নাগরিক সুবিধা সম্পর্কে সচেতন থাকলে কোনো অপশক্তি বিভ্রান্তি ছড়ানোর সুযোগ পাবে না। ধর্ম ভাষা দলমত যার যার, দেশ সবার- সবাই বাংলাদেশি এই তত্ত্বে ৩১ দফায় গড়ে তোলা হবে আগামীর বাংলাদেশ। ভাষার বহুত্ব, সংস্কৃতির বৈচিত্র্য, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য সংরক্ষণে রাষ্ট্রের দায়িত্ব রয়েছে। বিএনপির রাষ্ট্র মেরামতের ৩১ দফায় স্পষ্টভাবে উল্লেখ আছে জাতি, ধর্ম-বর্ণনির্বিশেষে সব জাতিগোষ্ঠীর সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক অধিকার এবং জীবনের নিরাপত্তা বিধানে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। আমাদের বিশ্বাস শুধু বিএনপি নয়, নির্বাচন সামনে রেখে বৃহত্তর জাতীয় ঐক্যের স্বার্থে সব দলেরই একই অঙ্গীকারে আবদ্ধ হওয়া উচিত।
শিরোনাম
- গুম-খুনের অভিযোগ : সিআইডির এডিশনাল এসপি মশিউর কারাগারে
- জনপ্রশাসনবিষয়ক কমিটি বাতিল
- সরানো হলো ডিএসসিসির প্রশাসক ও ঢাকা ওয়াসার এমডিকে
- রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে ফাইনালে ভারত
- তফসিলের পর প্রশাসন-পুলিশে রদবদলের উদ্যোগ নেবে ইসি
- ডোপ টেস্ট পজিটিভ হলে জকসুর প্রার্থিতা বাতিল
- বাড্ডায় মেট্রো লাইন স্থানান্তর শুরু, বিকল্প সড়ক ব্যবহারের পরামর্শ
- চলতি বছর ই-রিটার্ন দাখিল করেছেন ১০ লাখের বেশি করদাতা
- ‘শাপলা যদি দিতেই চান একটু ফুটাইয়া দিলে ক্ষতি কী?’
- পাপ ও প্রতিশোধের ভয়ংকর গল্প ‘কিতাব সিজ্জিন দান ইল্লিয়িন’ আসছে স্টার সিনেপ্লেক্সে
- কাশ্মীরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের ঘোষণা পাকিস্তানের
- নিজেদের সেনাদের মৃত্যুদণ্ড দিচ্ছে রুশ কমান্ডাররা
- সুদানের এল ফাশেরে ১৪ হাজারের বেশি বেসামরিক নিহত
- বিএমএ ‘হল অব ফেইম’-এ অন্তর্ভুক্ত হলেন নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান
- তুরস্কের অনুরোধে আফগানিস্তান-পাকিস্তান ফের আলোচনায় বসছে
- মহাকাশ মিশনে যাচ্ছেন প্রথম পাকিস্তানি নভোচারী
- প্রেস অ্যাক্রিডিটেশন আপিল কমিটি গঠন
- রাবিতে যাতায়াত সুবিধায় ই-কার সার্ভিস চালুর ঘোষণা
- কুমিল্লায় নিখোঁজের ৭ দিন পর শিশু আদিবার মরদেহ উদ্ধার
- ইরানের চাবাহার বন্দর নিয়ে মার্কিন নিষেধাজ্ঞায় ছাড় পেল ভারত
বৈচিত্র্যের মাঝে ঐক্য
সব দলের অঙ্গীকার হয়ে উঠুক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর