প্রতিপক্ষের কাছ থেকে চ্যালেঞ্জ চেয়েছিলেন অধিনায়ক লিটন দাস। আশা করেছিলেন, চ্যালেঞ্জ নিয়ে ম্যাচ জিতে বিশ্বকাপের প্রস্তুতি সারবেন। কিন্তু সেই চ্যালেঞ্জ এতই কঠিন হবে, তা বোধ হয় ভাবেননি! ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ হেরে গেলেন এক ম্যাচ আগেই। এই পরাজয়ে বিশ্বকাপের প্রস্তুতি কতটা সারলেন লিটন দাস?
দিন কয়েক আগে টি-২০ দলের অধিনায়ক লিটন বললেন, ‘সত্যি কথা বলতে চাই, এই দুটি সিরিজেই (ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড সিরিজ) যেন আমাদের প্লেয়াররা খুব চ্যালেঞ্জেল মুখে পড়েন।’ অধিনায়কের উদ্দেশ্য ভালোই ছিল। তিনি আশা করেছিলেন, প্রতিপক্ষ ভালো পারফর্ম করবে। বিপরীতে বাংলাদেশ আরেকটু ভালো খেলে ম্যাচ জিতে সমর্থকদের সন্তুষ্ট করার পাশাপাশি বিশ্বকাপের জন্য নিজেদের প্রস্তুত করবে। কিন্তু বিপরীত ঘটনাই ঘটল। প্রথম ম্যাচে ১৬ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৪ রানে পরাজিত হয়েছে বাংলাদেশ। দুটি ম্যাচেই বাংলাদেশের বোলাররা বেশ ভালো করেছেন। প্রথম ম্যাচে ১৬৫ রানে এবং দ্বিতীয় ম্যাচে ১৪৯ রানে প্রতিপক্ষকে আটকে দেন মুস্তাফিজ, তাসকিন, নাসুমরা। তবে ব্যাটাররা নিজেদের দায়িত্ব একটা ম্যাচেও পালন করতে পারেননি। লিটন দাস বলছেন, ‘সর্বশেষ দু-তিনটি সিরিজ যদি দেখেন, আমাদের বোলাররা ভালো বোলিং করেছেন। বোলারদের জন্য খারাপ লাগছে। ওরা আসলেই ভালো করেছে। ১৫০ রান বড় কোনো লক্ষ্যও ছিল না।’ নিজের দায়িত্বহীন ব্যাটিংয়েরও সমালোচনা করেছেন লিটন দাস।
তিন ম্যাচের সিরিজে এরই মধ্যে হেরে গেছে বাংলাদেশ। ২-০ ব্যবধানে ট্রফিটা নিজেদের করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের সামনে লড়াই এখন হোয়াইটওয়াশ এড়ানোর। লড়াই, আত্মবিশ্বাস ফিরে পাওয়ার। এই লড়াইয়ে বিজয়ী হতে পারবেন লিটন দাসরা? বাংলাদেশ গত জুনে পাকিস্তানের কাছে তিন ম্যাচের টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল। এরপর টানা চারটা টি-২০ সিরিজ জয় করে টাইগাররা। গত জুলাইয়ে শ্রীলঙ্কাকে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে এবং পাকিস্তানকে ৩ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত করে বাংলাদেশ। গত সেপ্টেম্বরে নেদারল্যান্ডসকে হোম সিরিজে ২-০ ব্যবধানে এবং চলতি মাসে আফগানিস্তানকে ৩-০ ব্যবধানে টি-২০ সিরিজে পরাজিত করে বাংলাদেশ। টানা চারটি সিরিজ জয়ের আত্মবিশ্বাস নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হয়েছিলেন লিটনরা। সঙ্গে ছিল ওয়ানডে সিরিজে ঢাকায় ওয়েস্ট ইন্ডিজকে পরাজিত করার সুখস্মৃতিও। তবে অতীতের পরিসংখ্যান কোনো কাজেই আসেনি চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লা. লে. মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-২০ লড়াইয়ে জয়-পরাজয়ে কাছাকাছি ছিল বাংলাদেশ। সিরিজ শুরুর আগে দুই দলের জয়ের সংখ্যা ছিল বাংলাদেশের ৮, ওয়েস্ট ইন্ডিজের ৯। তবে সিরিজে টানা দুই ম্যাচ জিতে ব্যবধান নিজেদের পক্ষে ১১-৮ করে নিয়েছেণ ক্যারিবীয়রা। ওয়েস্ট ইন্ডিজ গত বছর আগস্টে তিন ম্যাচের টি-২০ সিরিজে দক্ষিণ আফ্রিকাকে হোয়াইটওয়াশ করে। এরপর আয়ারল্যান্ডের বিপক্ষে একটা সিরিজ জয় করলেও হেরেছে ৭টি সিরিজে। এর মধ্যে গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের কাছে টি-২০ সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। নিজেদের দেশে হেরে যাওয়া সেই সিরিজেরই প্রতিশোধ নিচ্ছেন যেণ শাই হোপরা। পাশাপাশি ঘুরে দাঁড়ানোর গল্পও লিখছেন তারা। গত সেপ্টেম্বরে আরব আমিরাতে নেপালের মতো নতুন ক্রিকেট শক্তির কাছে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয় করে বিশ্বকাপের প্রস্তুতিটা ভালোই নিয়ে নিল দলটা। বাংলাদেশের সামনেও অবশ্য সুযোগ আছে। হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর লড়াই আজ। এরপর আছে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ। আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে ভারতের মাটিতে অনুষ্ঠিত হবে আইসিসি টি-২০ বিশ্বকাপ। সামনের দিনগুলোতে বিশ্বকাপের প্রস্তুতি কতটা সারতে পারবেন লিটন দাসরা? নাকি চ্যালেঞ্জিং ম্যাচ খেলতে গিয়ে পরাজয়ের বৃত্তেই ঘুরপাক খেতে থাকবেন?
 
                         
                                     
                                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        