নিকারাগুয়ার অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশে সহযোগিতার অভিযোগে দেশটির ওপর ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে দেশটির সরকারি-বেসরকারি পরিবহন কোম্পানি, ট্রাভেল এজেন্সি এবং ট্যুর অপারেটরদের।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়েছে, আমাদের তদন্তে উঠে এসেছে নিকারাগুয়ার অভিবাসন প্রত্যাশীদের অবৈধভাবে যুক্তরাষ্ট্রে পাচারে যেসব ব্যক্তি ও সংস্থা সহযোগিতা করছে, তাদের বেশির ভাগই নিকারাগুয়ায় ক্ষমতাসীন স্বৈরতান্ত্রিক শাসকগোষ্ঠীর প্রতি অনুগত এবং তাদের অনুমোদনপ্রাপ্ত। যেকোনো দেশের স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য অবৈধ অভিবাসন একটি হুমকি। যুক্তরাষ্ট্র অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে এবং নথিবিহীন অভিবাসীদের আইনের আওতায় আনতে অভিযান পরিচালনা করছে। সেই অভিযানের অংশ হিসেবেই জারি করা হয়েছে এই নিষেধাজ্ঞা।
নিকারাগুয়া আমেরিকা অঞ্চলের দেশ হওয়ায় যুক্তরাষ্ট্রের অস্থায়ী সুরক্ষামূলক মর্যাদা ভোগ করতো। ভিসা নিষেধাজ্ঞা জারির পাশাপাশি সেই মর্যাদাও বাতিল করেছে যুক্তরাষ্ট্র।
চলতি বছরের ২০ জানুয়ারি মার্কিন প্রেসিডেন্টের শপথ গ্রহণের পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন। এরপর থেকেই হাজার হাজার নথিবিহীন অভিবাসীকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য থেকে আটক করেছে দেশটির কাস্টমস পুলিশ, আধা-সামরিক বাহিনী ও পুলিশ সদস্যদের যৌথবাহিনী। অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরতও পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি অভিবাসন নিয়ন্ত্রণ ইস্যুতে নিকারাগুয়ার উদাসীনতার কারণে দেশটির কঠোর সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: এএফপি, রয়টার্স
বিডি প্রতিদিন/এএম