জুলাই গণ অভ্যুত্থানের প্রথম বার্ষিকী ৩৬ জুলাই আজ। এক বছর আগে ৫ আগস্টের এই দিনে শেখ হাসিনার সাড়ে পনেরো বছরের কর্তৃত্ববাদী শাসনের অবসান ঘটে। ছাত্র-জনতার নেতৃত্বে পরিচালিত আন্দোলনে সর্বস্তরের মানুষ রাজপথে নেমে এলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানে দেশ ত্যাগ করেন। ভারতে আশ্রয় নেন দেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময় ২১ বছর সরকারপ্রধানের দায়িত্বপালনকারী দাম্ভিক নেত্রী। শেখ হাসিনাকে বলা হতো উন্নয়নের রূপকার। এই কৃতিত্বকে স্বীকার করেও বলা যায়, তিনি নির্বাচনব্যবস্থাকে প্রহসনে পরিণত করার যে ভ্রান্তিতে ভুগেছেন, তা দেশবাসীর কাছে গ্রহণযোগ্য হয়নি। বিরোধী পক্ষের ওপর নির্যাতন-নিপীড়ন তার কর্তৃত্ববাদী শাসনের বিরুদ্ধে মানুষকে ক্ষেপিয়ে তোলে। জুলাই গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আজ জুলাই ঘোষণাপত্র ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা থেকে তিনি এ ঘোষণা দেবেন। এ সময় মঞ্চে থাকবেন ৩৬ জুলাই-সমর্থিত সব রাজনৈতিক দলের নেতারা। আগামী ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে নির্বাচন। অক্টোবরের যে কোনো দিন নির্বাচনি তফসিল ঘোষণা হবে। প্রধান উপদেষ্টা রোডম্যাপ দিলেও নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আজ রাতে জাতির উদ্দেশে ভাষণও দেবেন প্রধান উপদেষ্টা। মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ প্রায় ৫০ লাখ মানুষ যোগ দেবে বলে আশা করা হচ্ছে। জুলাই সনদ ঘোষণাকে কেন্দ্র করে চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, রংপুরসহ চারটি বিভাগ থেকে বিশেষ ট্রেন সরকারি ব্যবস্থাপনায় ঢাকায় আসবে। একই সঙ্গে নারায়ণগঞ্জ, ফরিদপুর এবং জয়দেবপুরে চলাচল করা কমিউটার ট্রেনগুলোকেও লোক আনার কাজে লাগানো হয়েছে। জনসমাবেশ এবং ট্রেনসহ অন্যান্য যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে যথাযথ ব্যবস্থা। আজ যে জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হবে, তা প্রণয়ন করা হয়েছে ঐকমত্যের ভিত্তিতে। কিছু বিষয়ে জামায়াত ও এনসিপির আপত্তি থাকলেও প্রধান উপদেষ্টার মধ্যস্থতায় তা এড়ানো গেছে। আজ সংসদ নির্বাচনের যে রোডম্যাপ দেওয়া হবে, তা দেশে নির্বাচিত রাজনৈতিক সরকার প্রতিষ্ঠায় অবদান রাখা হবে এক বড় অর্জন।
শিরোনাম
- ঠাকুরগাঁওয়ে সড়ক ডিভাইডারে বৃক্ষরোপণ জেলা স্কাউটসের
- জুবিন গার্গের কফিনে স্তব্ধ জনস্রোত, কান্নায় ভেঙে পড়লেন স্ত্রী
- সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ
- ভূমিকম্পে কাঁপলো সিলেট
- সাইফুজ্জামান ও তার স্ত্রীর বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন করতে নির্দেশ
- পোষ্য কোটা নিয়ে শিক্ষক-শিক্ষার্থীর মুখোমুখি অবস্থান, রাবিতে অচলাবস্থা
- জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা
- হবিগঞ্জ সীমান্তে স্বামী-স্ত্রীসহ পাঁচ বাংলাদেশি আটক
- পাঁচ প্রতিষ্ঠান পেল ‘ই-রিটার্ন চ্যাম্পিয়ন সার্টিফিকেট’
- শামুক সংগ্রহ নিষিদ্ধ, লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা
- সাগরে শক্তি সঞ্চয় করছে টাইফুন ‘নান্দো’, আশঙ্কা সুপার টাইফুনে রূপ নেয়ার
- বাংলাদেশের ওপর আমিরাতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া : প্রেস উইং
- কৃত্তিম বুদ্ধিমত্তার প্রভাবে সাইবার নিরাপত্তায় নতুন জটিলতা: সফোস
- রিজার্ভ চুরি : ফিলিপাইনের আরসিবিসি ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার বাজেয়াপ্ত
- তিনি জেলায় নতুন ডিসি নিয়োগ
- বিভিন্ন দাবিতে সচিবালয়ে কর্মচারীদের বিক্ষোভ
- সাইফুজ্জামানের নামে আরও ৫ দেশে ‘অবৈধ সম্পদের’ খোঁজ পেল দুদক
- দুই দশকের ক্যারিয়ার উদযাপন করলেন দেব, আলোচনায় শুভশ্রীর অনুপস্থিতি
- সূচকের উত্থানে পুঁজিবাজারে চলছে লেনদেন
- বছরের শেষ সূর্যগ্রহণ আজ
আজ সেই ৫ আগস্ট
নির্বাচনের অপেক্ষায় জাতি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর