রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষকদের ওপর হামলা ও অমানবিক আচরণকে বাংলাদেশের উচ্চশিক্ষার ইতিহাসে একটি ‘কালো অধ্যায়’ আখ্যা দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষক সমাজ (সাদা দল)।
শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে চবি শিক্ষক সমাজের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. শাহাদাত হোসাইন ও যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ড. আকতার হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়- গত ২০ সেপ্টেম্বর রাবি ক্যাম্পাসে উপ-উপাচার্য অধ্যাপক মাঈন উদ্দীন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার ইফতিখারুল আলম মাসুদসহ একাধিক শিক্ষক ও কর্মকর্তা শারীরিক নির্যাতন, অর্থ ছিনতাই এবং আট ঘণ্টারও বেশি সময় ধরে অবরুদ্ধ থাকার মতো ঘটনার শিকার হন। এটি কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়।
চবি শিক্ষক সমাজের দাবি, এ ঘটনা পূর্বপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ, যার মাধ্যমে রাবি কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচন বানচাল করে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করার চেষ্টা চলছে।
বিবৃতিতে আরও বলা হয়, ভর্তি সংক্রান্ত মতবিরোধ থাকলেও সেগুলো গণতান্ত্রিক প্রক্রিয়া ও আইনি কাঠামোর মধ্য দিয়েই সমাধান করা উচিত। শিক্ষাঙ্গন কখনো সহিংসতার আখড়া হতে পারে না।
চবি শিক্ষক সমাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। একইসঙ্গে তারা উচ্চ আদালতের একজন বিচারপতির নেতৃত্বে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানায় এবং রাবি ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি অনুরোধ করে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ