সামনের শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার (২১ সেপ্টেম্বর) সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে। চলতি মাসেই সিদ্ধান্ত হবে যে, নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন।
এ সময় তিনি বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছিল। চলতি বছর সেসব অভিযুক্তকে বই ছাপার কাজ দেওয়া হবে না।
বিডি প্রতিদিন/আশিক