বিশ্ববাসীর চোখের সামনে ঘটছে অন্যায় আগ্রাসন এবং অমানবিক বর্বর হত্যাযজ্ঞ। বিশ্ববিবেক যেন ঘুমিয়ে আছে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা নগরীতে কয়েক দিন ধরে সর্বাত্মক হামলা শুরু করেছে দখলদার ইসরায়েল। এরই অংশ হিসেবে উপত্যকাটির বৃহত্তম এ শহরে বিমান হামলার পাশাপাশি স্থল হামলা চালাচ্ছে দেশটি। বিস্ফোরকবোঝাই রোবট দিয়ে সেখানকার বাড়িঘর ধসিয়ে দিচ্ছে। ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হয়েছে গাজায়। ক্ষুধা, অনাহার, অপুষ্টিতে ভুগে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ ব্যক্তির। একাধিকবার বাস্তুচ্যুত হয়ে ফিলিস্তিনিদের অনেকে আশ্রয় নিয়েছিল গাজা নগরীতে। সেখানেও ইসরায়েল সর্বাত্মক নৃশংস হামলা শুরু করায় শেষ সম্বল হিসেবে যে যা পারছে, খুদ-কুড়ো সঙ্গে নিয়ে দলে দলে গাজা ছাড়ছে নিরাপদ আশ্রয়ের খোঁজে। কিন্তু ইসরায়েলি বর্বরতার নির্মম ও নিয়ন্ত্রণহীন ব্যাপ্তিতে কোথায় যে নিরাপত্তার ছাউনি- কেউ জানে না। তবু যাত্রা অজানা নিশ্চয়তারই অভিমুখে। ভাবছে নগরীর কেন্দ্র ও পশ্চিম দিকে যাওয়াই হয়তো তুলনামূলক নিরাপদ। সেদিকেই ছুটছে তারা। জাতিসংঘের তথ্যমতে, আগস্টের শেষে গাজা নগরী ও শহরতলিতে প্রায় ১০ লাখ ফিলিস্তিনি অবস্থান করছিল। ইসরায়েলের দাবি- এর অন্তত সাড়ে তিন লাখ বাসিন্দা অন্যত্র চলে গেছে। আসলে বাধ্য হয়েছে। এ ছাড়া তাদের কোনো উপায়ও ছিল না। বুধবার থেকে নগরীর বিভিন্ন স্থানে ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন। এসব আরও খারাপ কিছুরই ইঙ্গিত দেয়। এগুলো অত্যন্ত নিষ্ঠুর ঘটনার পূর্বাভাস। সবাই হতাশ, চিন্তিত; নতুন ধরনের গণ-বাস্তুচ্যুতির মুখোমুখি। প্রায় দুই বছরে গাজায় ইসরায়েলি হামলায় নিহত ব্যক্তির সংখ্যা ৬৫ হাজার ছাড়িয়েছে। আহত অন্তত পৌনে দুই লাখ। এসবই ঘটছে সভ্যতা ও মানবিকতার গর্বে আত্মতুষ্ট বিশ্ব সম্প্রদায়ের সামনে। গত বছর আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসরায়েলের প্রধানমন্ত্রী ও দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের মামলা হয়। নভেম্বরে ওই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আইসিসি। কিন্তু ফলাফল শূন্য। জাতিসংঘে চোখের পানি ফেলেছেন ফিলিস্তিনের প্রতিনিধি। তারপরও নির্বিকার বিশ্ব মোড়লরা। বরং হঠকারী আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও গণহত্যায় সমর্থনের মদত জুগিয়ে যাচ্ছে। এর অবসান হওয়া উচিত। বিশ্ব মুসলিমের ঐক্য এবং সারা দুনিয়ার মানবতাবাদী শক্তির কার্যকর প্রতিরোধ এ ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে। তারই সনির্বন্ধ আবেদন নিপীড়িত-নির্যাতিত, ক্ষুধা-দারিদ্র্যজর্জরিত অসহায় মানুষের।
শিরোনাম
- জবি ছাত্রদল-ছাত্র অধিকারের সমন্বিত 'ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান' প্যানেল ঘোষণা
- ধানমন্ডি ৩২ নম্বরের সামনে থেকে বিক্ষুব্ধদের সরিয়ে দিল আইনশৃঙ্খলা বাহিনী
- রাজশাহীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীসহ গ্রেপ্তার ২৭
- ডিবির অভিযানে আওয়ামী লীগের ২৫ নেতাকর্মী গ্রেফতার
- ঝিনাইদহে প্রবাসী হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেপ্তার
- এখন থেকে অনলাইনেই পাওয়া যাবে ফায়ার সেফটি প্ল্যানের অনাপত্তি সনদপত্র
- ‘সৎ সাহস থাকলে হাসিনা বিচারের মুখোমুখি হতেন’
- বগুড়ায় গ্রামীণ ব্যাংকে ফের পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ
- স্ত্রী-মেয়েসহ সাবেক মন্ত্রী নানকের ৫৭ ব্যাংক হিসাব অবরুদ্ধ
- বিপিএল থেকে নাম প্রত্যাহার তামিমের
- মাদারীপুরে ৪ প্লাটুন বিজিবি মোতায়েন, টহল জোরদার
- ঢাকা-খুলনা মহাসড়কে গাছ ফেলে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
- নারায়ণগঞ্জ শহরে জামায়াতের অবস্থান কর্মসূচি
- সাভার ও ধামরাইয়ে নাশকতার অভিযোগে গ্রেপ্তার ১৫
- ট্রাইব্যুনালে ৪৫৩ পৃষ্ঠার রায় পড়া চলছে
- রাজধানীর নিরাপত্তায় ১৫ হাজার পুলিশ মোতায়েন
- হাসিনার মামলার রায় দিতে ট্রাইব্যুনালের কার্যক্রম চলছে
- মক্কা-মদিনা রুটে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত অন্তত ৪২ ভারতীয় ওমরাহযাত্রী
- মামলা নিয়ে মুখ খুললেন মেহজাবীন
- লুটের টাকায় ককটেল কিনে আওয়ামী লীগের নাশকতা : রিজভী
গাজায় বর্বরতা
ঘুমিয়ে কেন বিশ্ববিবেক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর