মাদক আগ্রাসন কিছুতেই ঠেকিয়ে রাখা যাচ্ছে না। বাংলাদেশে একসময় মাদক আসত ভারত থেকে। রোহিঙ্গাদের বাংলাদেশে আশ্রয়দানের পর মিয়ানমার সীমান্ত মাদক পাচারের উর্বর ক্ষেত্র হয়ে উঠেছে। সীমান্ত ডিঙিয়ে প্রতিদিনই আসছে ইয়াবা ও আইসের মতো ভয়াবহ মাদক। মিয়ানমারের বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি রাখাইনের সিংহভাগ এলাকার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর তারা বাংলাদেশে মাদক পাচারে সক্রিয় ভূমিকা রাখছে। আরাকান আর্মির প্রত্যক্ষ নেতৃত্বেই চলছে মাদক কারবার। নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতেই তারা এ ব্যাপারে বেপরোয়া। রাখাইনে কর্তৃত্ব ধরে রাখতে বিপুল অর্থের প্রয়োজন রাখাইনের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। সামরিক সক্ষমতা ধরে রাখা, অস্ত্র কেনা, যোদ্ধাদের খাদ্য ও অন্যান্য খরচ নির্বাহে যে বিপুল অর্থ দরকার, তার উৎস হয়ে উঠেছে ইয়াবা ও আইসের মতো মাদক। আন্তর্জাতিক মাদক সিন্ডিকেটের সঙ্গে হাত মিলিয়ে এ অপকর্ম চালাচ্ছে তারা। মাদক সাম্রাজ্যের প্রধান গন্তব্য হচ্ছে প্রতিবেশী বাংলাদেশ, যেখানে মাদকপ্রবাহ দিনদিন বাড়ছেই। রাখাইনের অধিকাংশ এলাকা এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে থাকলেও অর্থনৈতিক কোনো বৈধ উৎস না থাকায় সংগঠনটি ইয়াবা পাচারকে আয়ের প্রধান পথ হিসেবে বেছে নিয়েছে। এভাবেই তারা বিপুল অর্থ সংগ্রহ করে সাংগঠনিক কার্যক্রম চালাচ্ছে। রাখাইনের একাংশ কুখ্যাত ‘ব্ল্যাক ট্রায়াঙ্গেল’-এর অংশ, যা আন্তর্জাতিক মাদক উৎপাদন ও পাচারের নিরাপদ ঘাঁটি হিসেবে পরিচিত। বাংলাদেশের সীমান্তবর্তী দুর্গম এই এলাকায় কোনো দেশেরই পূর্ণ নিয়ন্ত্রণ নেই। ফলে ট্রান্সন্যাশনাল মাদক গ্রুপগুলোকে নিরাপদ রুট দিতে পারছে আরাকান আর্মি। মাদক আগ্রাসন বন্ধে সীমান্তে বিজিবির নজরদারি বাড়ানো উচিত। আরাকান আর্মির তৎপরতার ওপরও রাখতে হবে তীক্ষè নজর। রোহিঙ্গা ক্যাম্পগুলো মাদক কারবারের ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয়। এ ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্কাবস্থায় থাকতে হবে। মাদক ইতোমধ্যে দেশের আইনশৃঙ্খলার জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। মাদকের অর্থ জোগাতে মাদকাসক্তরা চুরি, ডাকাতি, ছিনতাই এমনকি ভাড়াটে খুনি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স অবলম্বন করা তাই জরুরি হয়ে উঠেছে।
শিরোনাম
- মিয়ানমার থেকে পণ্যের বিনিময়ে মাদক পাচারের সময় আটক ৩
- রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ১৬৫১ মামলা
- সাংবাদিকতার বড় চ্যালেঞ্জ মিথ্যার সঙ্গে লড়াই করা: কাদের গনি চৌধুরী
- প্রাথমিক শিক্ষকদের জন্য সুখবর, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর স্কেল
- খুলনায় উচ্ছেদ অভিযানকালে পুলিশের সাথে সংঘর্ষ, আহত ২০
- স্কুল শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতনতায় কালকিনিতে শুভসংঘের আলোচনা সভা
- পিআর নাকি বিদ্যমান পদ্ধতিতে ভোট, সিদ্ধান্ত নেবে দলগুলোই : প্রেস সচিব
- সাগরে লঘুচাপ সৃষ্টির আভাস, ভারী বৃষ্টির সতর্কতা
- এনডিসি ৩.০ বাস্তবায়নে ১১৬ দশমিক ৮ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন: উপদেষ্টা
- নোয়াখালী হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে অভিযান, ৭ জনকে দণ্ড
- চুয়াডাঙ্গায় স্কুলছাত্রী ধর্ষণ মামলায় তরুণের যাবজ্জীবন
- ৮ম শ্রেণির বৃত্তি পরীক্ষায় ৪০ শতাংশ সুযোগের দাবিতে মানববন্ধন
- যাত্রাবাড়ীতে নাতির হাতে প্রাণ গেল নানির
- মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে পুলিশের অভিযান, গ্রেফতার ৪০
- গাইবান্ধায় স্ত্রীকে গলা ও পা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
- শিক্ষা কোটায় একাদশে ভর্তি স্থগিত
- কাশিয়ানীতে বাসচাপায় পথচারী নিহত
- ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- টাইগারদের ফাইনাল যাত্রা: শ্রীলঙ্কা বধের পর সামনে যে সমীকরণ
- সিলেটে ডেঙ্গু আক্রান্ত দেড়শ’ ছাড়াল
মাদক আগ্রাসন
সীমান্তে তীক্ষ্ন নজর রাখুন
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর