ইসরায়েলি বর্বরতা দেখে আসছে বিশ্ব। দানবের কাছে মানবতার প্রত্যাশা দুরাশা। দেশটি তারই নির্লজ্জ প্রমাণ দিল ফের। আটকে দিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। ত্রাণবাহী যে নৌবহর ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করেছিল। এগুলোতে গাজাবাসীর জন্য উল্লেখযোগ্য পরিমাণ খাদ্য, চিকিৎসাসামগ্রী, তাঁবু ও অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যাওয়া হচ্ছিল। ৪২টি নৌযানের সবগুলো আটক করেছে ইসরায়েল। বুধবার রাতে এ হামলা চালায় তারা। বহরের নৌযানে থাকা মানবাধিকারকর্মীদেরও আটক করেছে। তাঁদের সংখ্যা প্রায় ৫০০। যাঁদের মধ্যে আছেন নন্দিত সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। আছেন বাংলাদেশের খ্যাতিমান আলোকচিত্রী শহিদুল আলমসহ বিভিন্ন দেশের বিশিষ্ট অধিকারকর্মীরা। ইসরায়েলের এই পদক্ষেপকে বলা হচ্ছে আন্তর্জাতিক জলদস্যুতা; আন্তর্জাতিক আইনের ঘোরতর লঙ্ঘন। বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপকভাবে নিন্দা প্রকাশ ও বিক্ষোভ দেখিয়েছে। এবং তা অব্যাহত রয়েছে। কলম্বিয়া তাৎক্ষণিকভাবে ইসরায়েলের সব কূটনীতিক বহিষ্কার করেছে। গাজায় প্রায় দুই বছর ধরে ইসরায়েলি আগ্রাসন, ধ্বংসযজ্ঞ ও নৃশংসতার মধ্যে ত্রাণবাহী মানবতার এ নৌবহরে আক্রমণের ঘটনাও ঘটল। গাজায় ইতোমধ্যে দুই হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। যাদের মধ্যে নারী এবং শিশুর সংখ্যা রীতিমতো উদ্বেগজনক। ইসরায়েলি অবরোধে সেখানে তীব্র খাদ্যসংকটে নিদারুণ কষ্ট পাচ্ছে মানুষ। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার বাসিন্দারা প্রতিদিন প্রয়োজনের তুলনায় মাত্র এক-চতুর্থাংশ খাদ্য পাচ্ছে। এমন এক চরম সংকটময় পরিস্থিতিতে ইসরায়েলের অবরোধ ভেঙে ভূমধ্যসাগর দিয়ে গাজায় ত্রাণ সরবরাহ করতে যাচ্ছিল গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। গতকাল পর্যন্ত বহরের একমাত্র নৌযান পোল্যান্ডের পতাকাবাহী ‘দ্য ম্যারিনেট’ গাজা অভিমুখে যাত্রা অব্যাহত রাখতে সক্ষম হলেও শেষ পর্যন্ত সেটিও আটক করে নিয়ন্ত্রণে নেয় ইসরায়েলি বাহিনী। প্রতীকী হলেও মানবতার পতাকা বহনের মহান লক্ষ্যে বৈশ্বিক এ প্রচেষ্টা বিশ্ববাসীর নজর কাড়ে। ফ্লোটিলার নৌযানগুলোয় অর্ধশত দেশের প্রায় ৫০০ যাত্রীর মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্র, স্পেন, আয়ারল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম, তুরস্ক, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশ এবং ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচিত প্রতিনিধি, আইনজীবী, অধিকারকর্মী, চিকিৎসক ও সাংবাদিক। আটক করার আগে থুনবার্গ এক ভিডিও বার্তায় বলেন, ‘আমাদের মানবিক যাত্রাটি ছিল অহিংস এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী। সরকারকে অবিলম্বে আমাদের মুক্তির দাবি জানাতে বলুন।’ এই আহ্বান বিশ্ব মানবতার। পৃথিবীর প্রতিটি বিবেকবান মানুষই এই আহ্বানে সহমত পোষণ করবে। জাগ্রত হোক বিশ্ববিবেক। সুমুদ শব্দের অর্থ ‘অবিচল সহনশীলতা’। কিন্তু সহ্যেরও সীমা থাকে। হঠকারী ইসরায়েলের সেটা মনে রাখা উচিত।
শিরোনাম
- শত্রুমিত্র বোঝা দায়
- রোমাঞ্চকর ম্যাচ জিতে টাইগারদের সিরিজ জয়
- জাতিসংঘে ড. ইউনূসের অংশগ্রহণে বাংলাদেশের অবস্থান আরও সুদৃঢ় হয়েছে : প্রেস সচিব
- মোহাম্মদপুরে বিশেষ পুলিশি অভিযানে গ্রেফতার ১৪
- সিরিজ জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৪৮ রান
- ‘বিএনপি সরকার গঠন করলে স্কুলের কারিকুলামে ক্রীড়া অন্তর্ভুক্ত হবে’
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও ব্যাপক গণসংযোগ নবীউল্লাহ নবীর
- বাগেরহাটে সন্ত্রাসীদের হামলায় সাংবাদিক নিহত
- আশুলিয়ায় ৯ লক্ষাধিক টাকাসহ ২৮ জুয়াড়ি আটক
- জনগণকে ধোঁকা দেওয়ার দিন শেষ : মির্জা আব্বাস
- শনিবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
- শিশুহত্যার অভিযোগে পরকীয়া প্রেমিকসহ মাকে গ্রেপ্তারের দাবি
- গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য একটি গ্রহণযোগ্য নির্বাচন জরুরি : দুদু
- সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
- ক্যান্সার আক্রান্ত ছরোয়ারের পাশে থাকার আশ্বাস উপজেলা প্রশাসনের
- প্রতিমা বিসর্জনের সময় নদীতে ডুবে স্কুলছাত্রের মৃত্যু
- সুনামগঞ্জে ৩১ দফা প্রচারে নৌযাত্রা
- কুড়িগ্রামে ওসি নাজমুল আলম পুনর্বহাল
- চন্দনাইশে শহীদ জিয়ার স্মৃতিফলক পুনঃনির্মাণ ও বৈঠকখানা উদ্বোধন
- ফেসবুকে বিকৃত ছবি পোস্টকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ২০
মানবতার বহরে হামলা
জাগ্রত হোক বিশ্ববিবেক
প্রিন্ট ভার্সন

সর্বশেষ খবর