নরসিংদীতে সড়কে চাঁদাবাজির প্রতিবাদ করায় অতিরিক্ত পুলিশ সুপার (এড. এসপি) শামীম আনোয়ারের ওপর হামলার ঘটনায় মামলা দায়ের হয়েছে। এতে ৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২৫–৩০ জনকে আসামি করা হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) রাতে শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলাটি দায়ের করেন। ঘটনার পর অভিযান চালিয়ে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শনিবার রাতে শামীম আনোয়ারের নেতৃত্বে পুলিশের একটি টহল দল পৌর শহরের আরশিনগর এলাকায় নিয়মিত টহলে ছিল। এসময় দুই ব্যক্তি চলন্ত যানবাহন থেকে টাকা তুলছিলেন। বিষয়টি জানতে চাইলে পুলিশ তাদের জানায়, সড়কে চাঁদা তোলা হাইকোর্টের নিষেধাজ্ঞা সাপেক্ষে অবৈধ। পরে দুইজনকে আটক করলে হঠাৎ করে ৩০–৩৫ জন লোক অতর্কিতে পুলিশের ওপর হামলা চালায়।
হামলাকারীরা অতিরিক্ত পুলিশ সুপার শামীম আনোয়ারকে কিল-ঘুষি ও লাঠি দিয়ে আঘাত করে মারাত্মকভাবে আহত করে এবং আটক দুই চাঁদাবাজকে ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন, পরে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়।
এর আগে সম্প্রতি নরসিংদীতে সড়কে চাঁদাবাজি বন্ধে ‘জিরো টলারেন্স’ ঘোষণা দেন শামীম আনোয়ার। ওই ঘোষণার পর থেকেই তিনি বিভিন্ন মহলের চাপ ও হুমকির মুখে ছিলেন। এমনকি নিজের ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে তিনি নিজের ওপর হামলার আশঙ্কার কথাও জানিয়েছিলেন।
নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার সুজন চন্দ্র সরকার বলেন, “শহর পুলিশ ফাঁড়ির এএসআই সোহেল পারভেজ বাদী হয়ে সদর মডেল থানায় মামলা করেছেন। এ ঘটনায় এখন পর্যন্ত ৭ জনকে গ্রেফতার করা হয়েছে এবং অভিযান অব্যাহত রয়েছে।”
বিডি প্রতিদিন/হিমেল