বগুড়ায় অভিযান চালিয়ে মাদক ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। বুধবার (৯ জুলাই) ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া ও চকসুত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের বাড়ি থেকে ফেন্সিডিল, দেশীয় অস্ত্র ও গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-বগুড়া শহরের চকসুত্রাপুর এলাকার মো. আব্দুল মোতালেব এর ছেলে মোঃ ফেরদৌস (৪৫), সিরাজ শেখ এর ছেলে মো. শাওন শেখ (২৭), সেউজগাড়ী পালপাড়া এলাকার মৃত সালাউদ্দিন এর ছেলে আলম আকন্দ (৪৫), তার স্ত্রী মোছ. তাসলিমা বেগম (৩৭) ও মেয়ে আইরিন আক্তার সোনালী।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শহরের সেউজগাড়ি পালপাড়া ও চকসুত্রাপুর এলাকায় সেনাবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযানকালে সেউজগাড়ী এলাকা থেকে তিনজনকে ও চকসুত্রাপুর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এসময় তাদের বাড়ি থেকে ১১টি দেশীয় অস্ত্র, ১টি বার্মিজ চাকু, ১৫ বোতল ফেন্সিডিল ও গাঁজাসহ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করা হয়। গ্রেপ্তাররকৃত আলম ও তার স্ত্রী তাসলিমা আক্তার এর বিরুদ্ধে ১০ থেকে ১২টি মাদক মামলা রয়েছে। বগুড়া সদর সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মো. সাজ্জাদ রায়হান আকাশ অভিযানে নেতৃত্ব দেন। তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিডি প্রতিদিন/নাজিম