দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস গতকাল রবিবার মূল্যসূচকের উত্থানে লেনদেন কিছুটা বেড়েছে।
সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯.৫১ পয়েন্ট কমে অবস্থান করছে পাঁচ হাজার ১৭৪ পয়েন্টে।
অন্য সূচকগুলোর মাঝে শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪.৪৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ১৫৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৯.২৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৮০ পয়েন্টে। এদিন ডিএসইতে মোট ৩৩৬ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৩৫৩ কোটি তিন লাখ টাকার শেয়ার।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন