বরগুনায় ডেঙ্গুর প্রকোপ কমছে না। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৮ আগস্ট পর্যন্ত জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২৬৪ জনে। সর্বশেষ গত ৭ আগস্ট (শুক্রবার) বরগুনা জেনারেল হাসপাতালে আলেয়া বেগম (৬০) নামে এক নারী মারা গেছেন। এ নিয়ে জেলায় ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭ জনে।
৯ আগস্ট শনিবার পর্যন্ত বরগুনার সরকারি হাসপাতালে ১৪৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
বিডি প্রতিদিন/আশিক