মেঘ রানীর বিয়ে হবে
চোখের অশ্রুর বিন,
কুনো ব্যাঙ তবলা বাজায়
ধিন তাতা ধিন ধিন।
আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল
চারিদিক থইথই জল,
জেলে পাতে বর্ষার জলে
মাছ ধরা জাল।
কই শিং পুঁটি শোলটাকি
বর্ষার জলে ভাসে,
শাপলা শালুক ঝিলের জলে
কুনো ব্যাঙ হাসে।
 
                                                            মেঘ রানীর বিয়ে হবে
চোখের অশ্রুর বিন,
কুনো ব্যাঙ তবলা বাজায়
ধিন তাতা ধিন ধিন।
আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল
চারিদিক থইথই জল,
জেলে পাতে বর্ষার জলে
মাছ ধরা জাল।
কই শিং পুঁটি শোলটাকি
বর্ষার জলে ভাসে,
শাপলা শালুক ঝিলের জলে
কুনো ব্যাঙ হাসে।