বাবা আমায় এনে দিলো
একটি নতুন ঘড়ি,
আমি যেন ভালোভাবে
লেখাপড়া করি।
বলল বাবা এবার তোকে
করতে হবে পাস,
তাই তো আমি মন দিয়ে খুব
পড়ছি বারো মাস।
বছর শেষে পরীক্ষাতে
পাস করেছি আমি,
সবাই বলে এই ছেলেটি
হবে নামি দামি।
 
                                                            বাবা আমায় এনে দিলো
একটি নতুন ঘড়ি,
আমি যেন ভালোভাবে
লেখাপড়া করি।
বলল বাবা এবার তোকে
করতে হবে পাস,
তাই তো আমি মন দিয়ে খুব
পড়ছি বারো মাস।
বছর শেষে পরীক্ষাতে
পাস করেছি আমি,
সবাই বলে এই ছেলেটি
হবে নামি দামি।