ডালিম গাছে পাতার ফাঁকে,
টুনটুনি ডাকে টুনটুন।
ভোমরাগুলো বেড়ায় উড়ে,
গেয়ে গান গুনগুন।
দোয়েল পাখি আসলো উড়ে,
ডালিম গাছের ডালে।
টুনটুনি আর দোয়েল মিলে,
নাচছে তালে তালে।
প্রজাপতিরা আসলো এবার,
রঙিন ডানা মেলে।
ডালিম গাছের ফুলে ফুলে,
বেড়ায় হেসে খেলে।
ডালিম গাছে পাতার ফাঁকে
টুনটুনি ডাকে টুনটুন।
ছোট্ট খুকু তা-ই না দেখে,
ধরেছে গান গুনগুন।
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        