বিলের ধারে চিলের বাসা
শিমুল গাছের ডালে,
বিল শুকালে উড়ে আসে
পাশের বড়ো খালে।
গভীর খালে জলের মাঝে
অনেক মাছের বাড়ি,
ভেসে বেড়ায় দাড়ি নেড়ে
বোয়াল মাছের সারি।
মাছের লোভে চিল সারা দিন
আঁড়ি পেতে থাকে,
সুযোগ বুঝে ছোঁ মেরে নেয়
বড় বোয়ালটাকে।
এমন করেই চিল পাখিটা
শিকার ধরে খায়,
পেটটা ভরে সন্ধ্যা বেলা
নিজের বাসায় যায়।