বলিউড অভিনেতা সাইফ আলী খানের জীবনে ঝামেলা যেন শেষই হচ্ছে না। মাস কয়েক আগেই বাড়িতে হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত করে এক দুষ্কৃতী। এবার ১৩ বছর আগের এক ঝামেলা যেন গলার কাঁটা হয়ে আছে সাইফের। যদিও সেই ঝামেলায় একা সাইফ ছিলেন না, সঙ্গী ছিলেন কারিশমা কাপূর, মালাইকা অরোরা এবং অমৃতা অরোরা। ঠিক কী ঘটেছিল সেদিন হোটেলে?
বন্ধুদের নিয়ে একটি বিলাসবহুল হোটেলে খাওয়া-দাওয়া করতে গিয়েছিলেন অভিনেতা। নিজেদের মধ্যে গল্প-গুজবে মশগুল ছিলেন তারা। তাদের হাসাহাসি নিয়ে আপত্তি জানান ইকবাল মীর শর্মা নামে এক প্রবাসী ব্যবসায়ী। তিনি দক্ষিণ আফ্রিকার নাগরিক। খাবার টেবিলে সাইফদের উচ্চস্বরে হাসাহাসিতে আপত্তি জানান তিনি। তাতেই নাকি প্রচণ্ড ক্ষুব্ধ হয়ে সাইফ তাকে ধমক দিতে শুরু করেন। এমনকি রাগ সামলাতে না পেরে সেই ব্যবসায়ীর নাকে ঘুষি মেরে দেন। তারপর ওই ব্যবসায়ী কোলাবা থানায় সাইফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। প্রবাসী ওই ব্যবসায়ী এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিলেন না। সাইফকে আদালত পর্যন্ত টেনে নিয়ে গিয়েছিলেন তিনি।
যদিও সাইফ এ ঘটনা প্রসঙ্গে অন্য কথা বলেছেন। তার অভিযোগ অনুযায়ী, সেই ব্যবসায়ী অভিনেতার সঙ্গে থাকা নারীদের অসম্মান করেছিলেন। পরে সাইফ নাকি তার কাছে ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু কথা শুনতে নারাজ তিনি। শৌচালয়ে ঢুকে পাল্টা সাইফকে মারধর করা শুরু করেন। সেদিনের ঘটনায় সাক্ষী অমৃতা ও মালাইকাকে এখন ফের আদালতে হাজিরা দিতে হচ্ছে।
বিডি প্রতিদিন/একেএ