ময়মনসিংহের গফরগাঁওয়ে বিএনপির স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে। এ সময় পাঁচজনকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়েছে। এ ঘটনায় দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পাগলা থানা এলাকার কান্দিপাড়া বাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
আহতরা হলেন- পাগলা থানা কৃষক দলের সাবেক আহ্বায়ক আসাদুজ্জামান সুজন (৪৮), তার ছেলে উস্থি ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি এম রহমান সফল (২৭), স্থানীয় ছাত্রদল নেতা জোবায়েত হোসেন স্বপ্নিল (২৫) এবং প্রতিপক্ষের কবীর হোসেন (৫০) সহ অজ্ঞাত আরও একজন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এর মধ্যে আসাদুজ্জামান সুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও পাগলা থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক আকতারুজ্জামান বাচ্চু জানান, বিএনপি থেকে বহিষ্কৃত কবিরের নেতৃত্বে একটি চক্র এলাকায় চাঁদাবাজি, দখলবাজিসহ সন্ত্রাসী কর্মকা করে আসছিল। স্থানীয় বিএনপি নেতা আসাদুজ্জামান সুজন তাদের এসব কাজে বাধা দেওয়ায় এই হামলা চালানো হয়। অবিলম্বে এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তার দাবি করছি।
পাগলা থানার ওসি ফেরদৌস আলম জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ দায়ের হয়নি।