ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলিয়ানপুর সীমান্তের ইছামতি নদীতে এক যুবকের মরদেহ ভাসছে বলে খবর পাওয়া গেছে। সীমান্তের ওপারে ভারতের নদীয়া জেলার ধানতলা থানার হাবাসপুর এলাকা।
শুক্রবার দুপুরে নদীতে মরদেহটি ভাসতে দেখা যায়।
স্থানীয়রা জানায়, দুপুরের পর হুদাপাড়া গ্রামের এক কৃষক নদীর পাড়ের মাঠে গেলে মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থল থেকে মরদেহের বিষয়টি নিশ্চিত হয়েছেন। মরদেহ নদীতে থাকায় এখনো তার নাম বা পরিচয় জানা যায়নি।
তবে এলাকাবাসী ধারণা করছে, ওই যুবকের নাম ওয়াসিম আলী (৩৮)। তিনি বাঘাডাঙ্গা গ্রামের আদিবাসিপাড়ার রমজান আলীর ছেলে। তিনদিন আগে ওয়াসিমসহ আরও তিনজন ভারতে যান। সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের ধাওয়া করলে তিনজনই একসঙ্গে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় বিএসএফের হাতে আটক হয় ওয়াসিম আলী।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ উদ্দিন মৃধা জানান, ইছামতী নদীর ভারতীয় অংশে বাংলাদেশ সীমান্তের ওপারে একটি মরদেহ পড়ে আছে শুনেছি। বিষয়টি নিয়ে বিজিবি কাজ করছে। নিয়মানুযায়ী এই ধরনের ঘটনায় বিএসএফের সঙ্গে বিজিবি যোগাযোগ করে ব্যবস্থা নিয়ে থাকে। কাজেই বিজিবি কোনো কিছু না জানানো পর্যন্ত আমরা কোনো কিছু বলতে পারব না। বিজিবির কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়ার পরে আমরা বিস্তারিত জানাতে পারব।
এ বিষয়ে জানতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক সাইফুল ইসলামকে একাধিকার কল দেওয়া হলেও সংযোগ পাওয়া যায়নি।
বিডি প্রতিদিন/কেএ