ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে নোয়াখালীতে হাজারো মুসল্লি বিক্ষোভ মিছিল করেছে।
শুক্রবার বাদ জুমা জেলা জামে মসজিদ সড়ক থেকে বিক্ষোভ মিছিলটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুপার মার্কেটের সামনে প্রধান সড়কে এক বিশাল সমাবেশ করে।
সমাবেশে ইসলামী আন্দোলন, জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মী, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের হাজারো মানুষ অংশগ্রহণ করেন। ৫ বছরের শিশু থেকে ৮০ বছরের বৃদ্ধ পর্যন্ত ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে মিছিলে অংশ নেন।
বক্তারা বিশ্ব মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার আহ্বান জানান।
বিডিপ্রতিদিন/কবিরুল