প্রেমিক-প্রেমিকা তিন বছর আগে বাংলাদেশ থেকে পালিয়ে আশ্রয় নিয়েছিলেন ভারতে। কিন্তু তাতে শেষ রক্ষা হয়নি। পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাদের। এই প্রেমিক যুগল রীতিমতো নামপরিচয় গোপন রেখে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া এলাকায় গা ঢাকা দিয়েছিল।
জানা গেছে, তিন বছর আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন বাংলাদেশি নাগরিক সৌরভ মোহান্ত এবং তার প্রেমিকা তামান্না আক্তার। এরপর তারা নিজেদের আসল পরিচয় গোপন করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ির মাটিগাড়া থানার অন্তর্গত শান্তিনিকেতন এলাকায় বাড়ি ভাড়া নিয়ে থাকতে শুরু করেন। তারা একটি অনলাইন খাবারের ডেলিভারি সংস্থায় কাজও জুটিয়ে নেন। এ অবস্থায় গোপন সূত্রে খবর পেয়ে গত বৃহস্পতিবার সকালের দিকে মাটিগাড়া থানার পুলিশের সঙ্গে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপের সদস্যরা অভিযান চালান। ঘটনাস্থল থেকেই তাদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। পুলিশ বলছে, ধর্মীয় কারণে সৌরভ মোহান্ত তার প্রেমিকা তামান্না আক্তারকে বাংলাদেশে বিয়ে করতে পারেননি। তাই তারা পালিয়ে ভারতে চলে আসেন এবং এখানে তারা বিয়ে করেন। তাদের একটি কন্যাশিশুও রয়েছে।