নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একই পরিবারে দুই নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে সিদ্ধিরগঞ্জের মিজমিজি পশ্চিমপাড়া পুকুরপাড় এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মিজমিজি পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মৃত সামাদের মেয়ে স্বপ্না আক্তার (৩৫) তার ছোট বোন লামিয়া আক্তার (২২) এবং লামিয়ার ছেলে হাবিব (৩)। এ ঘটনায় নিহত লামিয়ার স্বামী ইয়াছিনকে (২৩) আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, নিহতরা এখনকার স্থানীয় বাসিন্দা। গত ৪ দিন ধরে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের পর থেকে খোঁজ না পেলেও এদিন দুপুরে নিজ বাড়ির পাশে তাদের খি ত বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
নিহতের বড় খালা শিরিন বেগম বলেন, আমার বোনের মেয়েরা বাবা-মা হারা। লামিয়া প্রেম করে বিয়ে করে এক সন্তানের মা হয়ে সংসার করে যাচ্ছিল। আর তার বড় বোন স্বপ্না মানসিক ভারসাম্যহীন। তিনি আরও বলেন, মানুষের মাধ্যমে খবর শুনে এসে দেখি আমার বোনের মেয়েরা নিহত। দুই বোনের মধ্যে লামিয়ার স্বামী একজন বখাটে। তাদের সংসারে প্রায়ই সমস্যা হতো। আমরা জানি না কে তাদের হত্যা করেছে। কিন্তু আমরা এর সঠিক বিচার চাই।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনূর আলম বলেন, নিহতদের খি ত লাশ উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে তাদের মধ্যে নিহত একজন লামিয়ার স্বামীকে আমরা আটক করেছি।