শাহবাগ কেন্দ্রিক আরেকটি মব তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি বলেন, ‘যতটুকু তথ্য পেলাম আরেকটি মব তৈরি করা হচ্ছে।’
আজ বৃহস্পতিবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন রাশেদ খাঁন। তিনি বলেন, “শাহবাগে ‘জুলাই যোদ্ধা’ পরিচয়ে জড়ো হতে বলা হয়েছে। কারা কাজটা করছে অনুমান করার চেষ্টা করুন। যেখানে জাতীয় ঐকমত্য কমিশনের আলোচনা চলমান। আলাপ-আলোচনার ভিত্তিতে ঐকমত্যে পৌঁছে সরকার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন করবে। সেখানে জুলাই যোদ্ধার নামে শাহবাগ অবরোধ।’
তিনি আরও লেখেন, ‘জুলাই যোদ্ধা কি এই ২০০-১০০ মানুষ? সারা দেশে কোটি কোটি জুলাই যোদ্ধা রয়েছে। মুক্তিযুদ্ধ মঞ্চের স্টাইলে রাজনীতি বন্ধ করুন। দেশের স্থিতিশীলতা নষ্ট করে আরেকটি ১/১১ সৃষ্টি করে দেশকে অনিশ্চিত গন্তব্যের দিকে নিয়ে যাওয়ার অপচেষ্টা দেশবাসী রুখে দিবে, ইনশাআল্লাহ।”
রাশেদ খাঁন আরো বলেন, ‘ঐকমত্যের ভিত্তিতে সরকারের ঘোষিত সময়ে জুলাই সনদ ও ঘোষণাপত্র চাই। এটা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করে রাজনৈতিক ফায়দা নেওয়ার পরিণতি ভালো হবে না। ঘোলাটে পরিস্থিতিতে সবচেয়ে বেশি রাজনৈতিক ফায়দা নেবে আওয়ামী লীগ। ফ্যাসিবাদবিরোধী ঐক্য বজায় রাখুন। দেশকে অস্থিতিশীল করার ভারতীয় ফাঁদ থেকে দূরে থাকুন।’
জুলাই সনদ ঘোষণা ও বাস্তবায়নের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন জুলাই আহতরা। সঙ্গে অংশ নিয়েছেন অভ্যুত্থানে অংশগ্রহণ করা ছাত্র-জনতা। বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হন তারা। অবস্থানের এক পর্যায়ে অন্তর্বর্তী সরকার, জুলাই সনদ দরকার স্লোগান দিয়ে তারা শাহবাগ মোড় অবরোধ করলে যান চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় তীব্র যানজট।
বিডি প্রতিদিন/নাজমুল