সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবল পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে গতকাল শুক্রবার সকালে ইবি রোডস্থি বিএনপি কার্যালয়ে দলীয় পতাকা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। সন্ধ্যার পর মাওলানা ভাসানী মিলনায়তনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবনের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি মুজিবুর রহমান লেবুসহ নেতৃবৃন্দ।
সভায় সাবেক এমপি ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর সহধর্মিনী রুমানা মাহমুদ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নীতি ও আদর্শের উপর অবিচল থেকে নেতাকর্মীদের ধানের শীষের পক্ষে কাজ করার আহ্বান জানান।
তিনি বলেন, ধানের শীষ কখনো ফাঁকি দেয় না। ধান দিয়েই আমরা জীবিকা নির্বাহ করি। ধানের শীষ প্রতীকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই দেশের উন্নয়নে কাজ করছে। আগামীতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে একটি উন্নত, সমৃদ্ধ, সন্ত্রাস-চাঁদাবাজ মুক্ত ও আইনের শাসনের রাষ্ট্র কায়েম করবে।
এছাড়াও কাজিপুরের বিএনপি মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা, রায়গঞ্জে বিএনপি প্রার্থী ভিপি আইনুল হক, উল্লাপাড়ায় এমপি প্রার্থী এম. আকবর আলী, শাহজাদপুরে এমপি প্রার্থী ডা. এম.এ মুহিত ও বেলকুচিতে বিএনপি মনোনীত প্রার্থী আমিরুল ইসলাম খান আলীমের নেতৃত্বে আলোচনা ও র্যালির মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে।
বিডি-প্রতিদিন/জামশেদ