খাগড়াছড়ি সদর ও গুইমারা উপজেলায় ইউপিডিএফের হামলায় ঘরবাড়ি, দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)।
বুধবার পিসিসিপি খাগড়াছড়ি জেলা শাখার উদ্যোগে শহরের চেঙ্গী স্কোয়ার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শাপলা চত্বরে এসে শেষ হয়। সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা কমিটির সভাপতি মোজাহিদ।বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আবদুল মজিদ অ্যাডভোকেট রনি, ছাত্রনেতা কায়েস। বক্তারা এসব সহিংস কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।
সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, “ইউপিডিএফের সন্ত্রাসীরা নিরীহ মানুষকে লক্ষ্য করে হামলা, অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়ে পাহাড়ে শান্তি ও সম্প্রীতির পরিবেশ নষ্ট করছে। তাদের কর্মকাণ্ডে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছে।”
বক্তারা আরও বলেন, “এ ধরনের অপরাধীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। অন্যথায়, পাহাড়ের জনগণকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
বিক্ষোভ মিছিলও সমাবেশে পিসিসিপি খাগড়াছড়ি জেলা ও উপজেলার নেতাকর্মীরা অংশ নেন।
বিডি প্রতিদিন/নাজিম