পঞ্চগড়ে গ্রাম আদালত কার্যক্রম সক্রিয় বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রকল্প পরিচালক সুরাইয়া আখতার জাহান। জেলা প্রশাসন এ মতবিনিময় সভার আয়োজন করে।
মতবিনিময় সভায় বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসার, ইউনিয়ন চেয়ারম্যান, গ্রাম আদালত সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তা কর্মচারী, গণমাধ্যমকর্মী, জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক সীমা শারমীনের উপস্থাপনায় মতবিনিময় সভার শুরুতে গ্রাম আদালতের বিভিন্ন প্রেক্ষাপট তুলে ধরেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তি।
জেলা প্রশাসক মো: সাবেত আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসময় স্থানীয় সরকার বিভাগের যুগ্ন সচিব ফজলে আজিম, বেসরকরকারী সংস্থা ইএসডিওর গ্রাম আদালত প্রকল্পের ফোকাল পারসন তোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক অনিরুদ্ধ কুমার রায়, জেলা তথ্য অফিসার উজ্জল শীল, হাড়িভাষা ইউনিয়নের চেয়াম্যান সাইয়েদ-নুর-ই আলম, গড়িনাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোয়ার হোসেন দিপু, সরকার হায়দার বক্তব্য রাখেন।
বিডি প্রতিদিন/এএম