গাইবান্ধার সাদুল্লাপুরে ট্রাক্টর চাপায় কাবাসী বেওয়া (৭৮) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। বুধবার (২৯ অক্টোবর) বিকালে উপজেলার বকশীগঞ্জ-মোলংবাজার সড়কের ফরিদপুরের চকগোবিন্দপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কাবাসী বেওয়া ওই এলাকার মৃত পঁচা মিয়ার স্ত্রী।
স্থানীয়রা জানান, বুধবার বিকালে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন কাবাসী বেওয়া। এসময় দ্রুতগতীর মাটিবাহী একটি ট্রাক্টর ওই বৃদ্ধাকে চাপা দেয়। এ সময় ঘটনাস্থলে কাবাসী বেওয়া মারা যান।
বিষয়টি নিশ্চিত করে সাদুল্লাপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দীন খন্দকার বলেন, কাবাসী বেওয়া নামের এক বৃদ্ধার নিহতের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিডি প্রতিদিন/এএম