বরগুনা জেলা শহরে বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সপ্তাহ পালন উপলক্ষে রোববার জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
এদিন সকাল সাড়ে ১০টায় সদর রোড পৌর সুপার মার্কেট চত্বর থেকে র্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মসজিদ মার্কেট চত্বরে এসে শেষ হয়।
শেরেবাংলা সড়কের শরীফ ক্লিনের চত্বরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের অবসরপ্রাপ্ত সহকারী পরিচালক ডা. মো. ইউনুছ আলী, স্বাস্থ্য অধিকার ফোরামের নির্বাহী সদস্য হারুন হাওলাদার, জাহাঙ্গীর মৃধা প্রমুখ।
এ সময় যখন তখন চিকিৎসকের ব্যবস্থাপত্রে অ্যান্টিবায়োটিক বিক্রি না করার জন্য ফার্মাসিস্টদেরকে অনুরোধ জানান বক্তারা।
বিডি প্রতিদিন/কেএইচটি