যশোরে দুই পক্ষের সংঘর্ষে চঞ্চল গাজী (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় উভয়পক্ষের আরও ৫ জন আহত হন। তাদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য উভয় পক্ষের তিনজনকে হেফাজতে নিয়েছে। নিহত চঞ্চল গাজী ডাকাতিয়া গ্রামের মধু গাজীর ছেলে।
নিহতের স্বজনরা অভিযোগ করেন, তাদের প্রতিবেশি রবিউল ও বেলাল মাদক ব্যবসার সাথে জড়িত। বৃহস্পতিবার সকালে রবিউল তাদের বাড়ির সামনে একজনকে ডেকে মাদক লেনদেন করছিল। এসময় চঞ্চলের পিতা মধু গাজী তাকে বাঁধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সেখানে দুই পক্ষের লোকজন চলে আসে এবং সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে উভয় পক্ষের ৬ জন আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চঞ্চল গাজীকে মৃত ঘোষণা করেন। চঞ্চলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন।
তবে চঞ্চল গাজীর প্রতিপক্ষ রবিউল ইসলাম দাবি করেন, তিনি ইন্টারনেট ব্যবসায়ী পিয়াসের সাথে ইন্টারনেট লাইনের সমস্যা নিয়ে কথা বলছিলেন। এসময় মধু গাজী সেখানে গিয়ে গালিগালাজ ও চড়থাপ্পর মারতে শুরু করেন। এরপর দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হলে তিনি প্রতিবেশী সাদ্দামের বাড়িতে ঢুকে পড়েন ও অজ্ঞান হয়ে যান।
যশোর কোতোয়ালী থানার ওসি (তদন্ত) কাজী বাবুল হোসেন বলেন, সংঘর্ষের কারণ উদঘাটনে উভয় পক্ষের তিনজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
বিডি প্রতিদিন/এএম