ফরিদপুরের সালথায় ক্যারাম খেলা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। সোমবার সকাল ৮টার দিকে সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের রামকান্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সংঘর্ষের সময় কয়েকটি বসতবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তিনদিন আগে রামকান্তপুর গ্রামের একটি বাজারে ক্যারাম খেলা নিয়ে স্থানীয় ওসমান তালুকদারের সমর্থক রাকিব ও প্রতিপক্ষ কুদ্দুস তালুকদারের সমর্থক লায়েক নামের এক তরুণের মধ্যে মারামারি হয়। পুলিশ তখন ওই ক্যারম বোর্ডটি থানায় নিয়ে আসে। এরই জেরে সোমবার সকালে স্থানীয় চায়ের দোকানে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির পর হাতাহাতি শুরু হয়। একপর্যায় উভয় পক্ষের সমর্থকরা ঢাল-কাতরা, টেটা, সড়কি, ভেলা ও ইটপাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় দুই ঘণ্টা ধরে সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে।
এই সময় চারটি বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হন। এদের মধ্যে ১০ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও বোয়ালমারী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। পরিস্থিতি শান্ত রাখতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/হিমেল