টাইফয়েড জ্বর থেকে শিশুদের সুরক্ষিত রাখতে আগামী ১২ অক্টোবর থেকে দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ পালিত হবে। এ উপলক্ষে সোমবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় গণমাধ্যম কর্মীদের নিয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বিষয়ক জেলা পর্যায়ের পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সভায় সভাপতির বক্তব্য রাখেন জেলা প্রশাসক হোসনা আফরোজা।
বক্তব্যে তিনি বলেন, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফল করতে গণমাধ্যমকর্মীদের বড় ভূমিকা রয়েছে। টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। টাইফয়েড টিকায় ভয়ের কোনো কারণ নেই। নির্দিষ্ট দিনে টিকা নিতে সকলকে উদ্বুদ্ধ করতে আহ্বান জানান তিনি।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার জেদান আল মুসা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহনেওয়াজ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মেজবাউল করিম, সিভিল সার্জন ডা. খুরশীদ আলম, গণযোগযোগ অধিদপ্তরের উপপরিচালক রিয়াজুল ইসলাম, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, ইউনিসেফ এর প্রতিনিধি শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় আয়োজকবৃন্দ টাইফয়েড মোকাবিলায় টিকাদানের গুরুত্ব তুলে ধরে ৯ মাসের শিশু থেকে ১৫ বছর পর্যন্ত সকল শিশু কিশোরদেরকে এই টিকাদান কর্মসূচি আওতায় আনার জন্য সাংবাদিকদের মাধ্যমে জেলায় সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
জেলা তথ্য অফিস সূত্র জানা যায়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের আওতায় বগুড়া জেলায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কমিউনিটি পর্যায়ে প্রায় সাড়ে ৯ লাখ শিশুকে টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলায় এ পর্যন্ত অনলাইনে আড়াই লাখের বেশি নিবন্ধন করা হয়েছে।
বিডি প্রতিদিন/জামশেদ