নেত্রকোনার মদন উপজেলায় পূর্ব বিরোধের জেরে হারুন চৌধুরী (৬০) নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। রবিবার (৫ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের রুদ্রশ্রী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত হারুন চৌধুরী মদনের তিয়শ্রী ইউনিয়নের শিবপাশা গ্রামের জজ মিয়া চৌধুরীর ছেলে। সোমবার পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নেত্রকোনা মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রুদ্রশ্রী গ্রামের বাসিন্দা শাহাবুদ্দিনের সঙ্গে নিহতের ভাতিজা পলক চৌধুরীর পূর্ব বিরোধ চলছিল। এছাড়াও শিবপাশা ও রুদ্রশ্রী-দুই গ্রামের মধ্যেও দীর্ঘদিন ধরে সামাজিক উত্তেজনা ও বিরোধ রয়েছে।
ঘটনার দিন সন্ধ্যায় কৃষি শ্রমিক খুঁজতে পাশের গ্রাম রুদ্রশ্রীতে যান হারুন চৌধুরী। সেখানে কথাকাটাকাটির একপর্যায়ে স্থানীয় কিছু লোক তাকে মারধর করে। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
পরে স্বজনরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা পলক চৌধুরী অভিযোগ করে বলেন, ‘আমার চাচা শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে গিয়েছিলেন। সেখানে শাহাবুদ্দিন ও তার লোকজন চাচাকে মারধর করে। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।’
এ বিষয়ে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুল আলম শাহ্ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করি। প্রাথমিকভাবে জানা গেছে, নিহত হারুন চৌধুরী শ্রমিক খুঁজতে রুদ্রশ্রী গ্রামে গিয়েছিলেন। ফেরার পথে মারধরের শিকার হন। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’
তিনি আরও বলেন, ‘দুই গ্রামের মধ্যে আগেও বিরোধ ছিল। তবে এটি পূর্ব বিরোধের জের কি না, তা তদন্ত সাপেক্ষে বলা যাবে। এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
বিডি প্রতিদিন/জামশেদ