ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনের মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে চাঁদপুরের নদ-নদীতে অভিযান চালিয়ে ১১ জেলেকে গ্রেফতার করেছে নৌ পুলিশ। একইসঙ্গে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ অবৈধ জাল ও ইলিশ মাছ।
সোমবার (৬ অক্টোবর) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের সহকারী পুলিশ সুপার ইমতিয়াজ আহমেদ।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায়- ৫ অক্টোবর সকাল থেকে ৬ অক্টোবর সকাল পর্যন্ত চাঁদপুরের অভয়াশ্রম এলাকায় পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। অভিযানে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ১১ জন জেলেকে আটক করা হয়।
এ সময় ২৭ লাখ ১ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ২৪১ কেজি মা ইলিশ এবং ৬টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। আটক জেলেদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে পৃথক পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।
অভিযান শেষে চাঁদপুর নৌ পুলিশের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, ‘মা ইলিশ সংরক্ষণের লক্ষ্যেই সরকার ২২ দিনের নিষেধাজ্ঞা জারি করেছে। আমরা এই অভিযান সফল করতে নৌ পুলিশ, জেলা প্রশাসন, মৎস্য অধিদপ্তর, কোস্টগার্ড ও স্থানীয় প্রশাসনের সমন্বয়ে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছি।’
তিনি আরও জানান, ‘নদীতে কেউ নিষিদ্ধ সময়ে মাছ ধরতে নামলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই ইলিশ সম্পদ নিশ্চিত করা।’
চলমান অভিযানে স্থানীয় জনগণের সহায়তা ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিডি প্রতিদিন/জামশেদ