মেহেরপুরের গাংনী উপজেলায় বাঁশবাগান থেকে উদ্ধার হওয়া সেই কন্যা শিশুটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বুধবার রাত আড়াইটার দিকে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়।
মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সাউদ কবির বলেন, শিশুটির নিউমোনিয়ার মাত্রা বেড়ে গিয়েছিল। শ্বাসকষ্টের জটিলতা তীব্র হয়ে ওঠায় শেষপর্যন্ত তাকে বাঁচানো সম্ভব হয়নি।
সমাজসেবা অফিসার আরশাদ আলী জানান, শিশুকল্যাণ বোর্ডের সিদ্ধান্ত হলে তার দাফন সম্পন্ন করা হবে।
এর আগে, গত মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার মটমুড়া গ্রামের দক্ষিণপাড়া পূজামণ্ডপ সংলগ্ন বাঁশবাগান থেকে নবজাতকটিকে উদ্ধার করেন আনসার সদস্যরা।
স্থানীয়রা জানান, পূজামণ্ডপে নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা প্রথমে কান্নার শব্দ শুনে এগিয়ে গিয়ে শিশুটিকে বাঁশবাগানে পড়ে থাকতে দেখেন। পরে পূজামণ্ডপে দায়িত্বরত আনসার ভিডিপি সদস্য ইমরান হোসাইন শিশুটিকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
এরপর গাংনী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারুক হোসেন শিশুটিকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে উন্নত চিকিৎসার জন্য শিশুটিকে মেহেরপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
বিডি প্রতিদিন/কেএ