যশোরে ২০ লাখ টাকার স্বর্ণসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাউলিয়া বাজারের পাকা সড়কে যশোর ব্যাটালিয়ন-৪৯ এর সদস্যরা বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করে।
আটক ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৫৬)। তিনি সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার কাকডাঙ্গা দক্ষিণ কেড়াগাছি গ্রামের বাসিন্দা।
বিজিবি জানায়, শরিফুল ইসলামের কোমরে বিশেষ কায়দায় লুকানো ১১৮.৭৫ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার বাজারমূল্য ২০ লাখ ৫৪ হাজার টাকা।
বিজিবি ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শরিফুল স্বীকার করেছেন যে তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বার সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাচ্ছিলেন।
আটক শরিফুল ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান বিজিবি অধিনায়ক।
বিডি-প্রতিদিন/সুজন