কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে অভিযান চালিয়ে ৪০ হাজার ইয়াবাসহ তিন রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফ নদীতে নজরদারির সময় মিয়ানমারের মংডু খাল থেকে একটি সন্দেহজনক নৌকার গতিবিধি শনাক্ত করা হয়। ব্যাটালিয়ন অধিনায়কের নেতৃত্বে দুটি দ্রুতগতির নৌযান দিয়ে নৌকাটিকে ঘিরে ফেলা হয়। পরে তল্লাশিতে নৌকার ভেতর লুকানো ৪০ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটক তিন রোহিঙ্গা হলেন আব্দুল হাফেজ (১৮), রবি আলম (২৩) ও রেজু আলম (১৯)।
বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারির কারণে সীমান্ত জলসীমায় মাদক পাচার কার্যক্রম সফলভাবে রোধ করা যাচ্ছে। অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের ও জব্দ ইয়াবা ট্যাবলেট টেকনাফ মডেল থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিডি প্রতিদিন/নাজমুল