‘আলোকিত মানুষ, বিকশিত বাংলাদেশ’ এ প্রতিপাদ্য নিয়ে দেশভিত্তিক উৎকর্ষ কার্যক্রমের অংশ বিশেষ বিশ্বসাহিত্য কেন্দ্রের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে লক্ষ্মীপুরে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে স্থানীয় টাউন হল মিলনায়তনে ক্লাসভিত্তিক পাঠ্য বই ও সাধারণ জ্ঞান বিষয়ে কুইজ প্রতিযোগিতার এ আয়োজন করা হয়। এতে জেলার ৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৩৫০জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে বিজয়ী ৪০জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
এ অনুষ্ঠানে বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাবেক ট্রাস্টি ও অবসরপ্রাপ্ত সচিব খোন্দকার মো. আসাদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজিব কুমার সরকার।
অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার গৌতম চন্দ্র মিত্র, বিকাশ লিমিটেড কর্মকর্তা হুমায়ুন কবির, বিশ্বসাহিত্য কেন্দ্রের যুগ্ম পরিচালক (প্রোগ্রাম) মেসবাহ উদ্দিন আহমেদ সুমন প্রমুখ।
এ প্রতিযোগিতায় অংশ নেয় শহরের কালেক্টরেট স্কুল এন্ড কলেজ, কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সরকারী বালিকা উচ্চ দ্যিালয় ও পৌর শহীদ স্মৃতি একাডেমী।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জেলা প্রশাসন লক্ষ্মীপুর জেলাকে সংস্কৃতি ও শিক্ষাবান্ধব করে গড়ে তুলতে সর্বাত্মক কর্মসূচি গ্রহণ করেছে।
পরে অতিথিবৃন্দ রামগঞ্জের দুটি বিদ্যালয়ের শিক্ষকদের হাতে উপহারের বই তুলে দেন।
বিডি প্রতিদিন/জামশেদ