গেতাফের বিপক্ষে স্বস্তির জয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করল রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে খেলতে গিয়ে ম্যাচের ৮০ মিনিটে কিলিয়ান এমবাপের করা গোলে ১-০ ব্যবধানেই জিতল জায়ান্ট ক্লাবটি।
রিয়ালের কাজ সহজ করে দিয়েছে গেতাফেই। ম্যাচের ৭৭ থেকে ৮৪- এই ৭ মিনিটের মধ্যে ভিনিসিয়ুস জুনিয়রকে ফাউল করে লাল কার্ড দেখেছেন স্বাগতিক দলের দুই ফুটবলার অ্যালান নিওম ও অ্যালেক্স স্যানক্রিস।
দুই লাল কার্ডের মাঝে ৮০তম মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন এমবাপে। জাতীয় দল ও ক্লাব মিলিয়ে এ নিয়ে টানা ১১ ম্যাচে গোল করলেন ২০১৮ বিশ্বকাপ জয়ী তারকা। তার হাতেই ওঠে চলতি লিগে সপ্তম ম্যাচ সেরার পুরস্কার।
স্কোরলাইন অবশ্য বোঝাতে পারবে না, কতটা দাপুটে ফুটবল খেলেছে রিয়াল। পুরো ম্যাচে প্রায় ৭৫ শতাংশ সময় বলের নিয়ন্ত্রণ ছিল তাদের দখলে। গোলের জন্য মোট ২৩টি শট করে তারা। এর মধ্যে ১০টি ছিল লক্ষ্য বরাবর। কিন্তু গোল শুধু একটিই।
ম্যাচের প্রথমার্ধে বেশ কিছু সুযোগ পায় রিয়াল। কিন্তু কাজে লাগাতে পারেননি এমবাপে, ডেভিড আলাবা, ফ্রাঙ্কো মাস্তানতুয়োনোরা।
দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৫ মিনিটের সময় মাস্তানতুয়োনোর বদলি হিসেবে ভিনিসিয়ুসকে নামান জাভি আলোনসো। পরে তিনিই হয়ে যান পার্শ্বনায়ক।
ম্যাচের ৭৬তম মিনিটে বদলি হিসেবে নামেন নিওম। এক মিনিট পেরোনোর আগেই ডান পাশের সাইডলাইনের কাছে ভিনিসিয়ুসকে কনুই দিয়ে ধাক্কা মেরে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। যা নিয়ে প্রতিবাদ জানানোয় খেলা বন্ধ থাকে কিছুক্ষণ।
পুনরায় খেলা শুরু হতেই জাল খুঁজে নেন এমবাপে। আর্দা গুলারের চমৎকার পাস থেকে গোল করেন ফরাসি তারকা।
মিনিট চারেক পর ভিনিসিয়ুসকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন সানক্রিস। ৯ জনের দল নিয়ে আর গোল শোধ করতে পারেনি গেতাফে।
৯ ম্যাচে ৮ জয়ে ২৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে এখন রিয়াল। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে নেমে গেছে বার্সেলোনা। ১১ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে গেতাফে।
বিডি প্রতিদিন/নাজিম