ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলা সারকোজি আগামী মঙ্গলবার থেকে পাঁচ বছরের কারাদণ্ড শুরু করতে যাচ্ছেন। ২০০৭ সালের নির্বাচনে লিবিয়া থেকে বেআইনি অর্থ সংগ্রহের চেষ্টার অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর এ সাজা দেওয়া হয় তাকে।
ফরাসি সংবাদমাধ্যম লা ত্রিব্যুন দিমঁশকে বলেন, তিনি কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত এবং এতে কোনো ভয় নেই তার। আগামী ২১ অক্টোবর প্যারিসের সান্তে কারাগারে তাকে বন্দি করা হবে।
সারকোজি বলেন, ‘কারাগার নিয়ে ভীত নই। সান্তে কারাগারের ফটকেও আমি মাথা উঁচু করেই ঢুকব।’ তিনি আরও জানান, কোনো বিশেষ সুবিধা চান না এবং এ নিয়ে অভিযোগও করবেন না।
সাবেক এই ফরাসি প্রেসিডেন্ট আরও জানান, কারাগারে থাকার সময় তিনি একটি বই লেখার পরিকল্পনা করেছেন।
২০০৭ থেকে ২০১২ সাল পর্যন্ত ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন সারকোজি। তদন্তে প্রমাণ পাওয়া যায়, তার ঘনিষ্ঠ সহযোগীরা প্রয়াত লিবীয় নেতা মুয়াম্মার গাদ্দাফির শাসনামলে সেই দেশ থেকে নির্বাচনী তহবিল সংগ্রহের চেষ্টা করেছিলেন।
তবে সারকোজি সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজের সাজা বাতিলের জন্য আপিল করেছেন।
সূত্র: রয়টার্স
বিডি প্রতিদিন/নাজিম