জেএসডির সহ-সভাপতি তানিয়া রব বলেছেন, জনগণ ইতিমধ্যেই বিদ্যমান অকার্যকর শাসন কাঠামোর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে এবং তা ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষেপ করেছে। এই জাগরণ ও বিদ্রোহের মধ্য দিয়ে গণমানুষের নতুন রাজনৈতিক আকাঙ্ক্ষার জন্ম হয়েছে। ফলে জুলাই গণঅভ্যুত্থানের ঐতিহাসিক রক্তাক্ত সংগ্রাম গণতন্ত্র ও জনগণের ক্ষমতায়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে। এ সংগ্রামের মধ্য দিয়ে উদ্ভূত হয়েছে ন্যায়ভিত্তিক শাসন, জবাবদিহিতা, সমঅধিকার ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির সম্ভাবনা-যা আগামী দিনে একটি শক্তিশালী, গণতান্ত্রিক ও জনগণকেন্দ্রিক রাষ্ট্র গঠনের পথ প্রশস্ত করবে।
আজ বুধবার লক্ষ্মীপুরের কমলনগরে উপজেলা জেএসডি আয়োজিত ২৪ এর জুলাই-আগস্টের শহীদদের স্মরণে এবং ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের অভিপ্রায়ে রাষ্ট্র কাঠামোয় শ্রেণি-পেশার জনগণের অংশীদারিত্ব প্রতিষ্ঠার দাবিতে ৫ আগস্ট ফ্যাসিবাদবিরোধী দিবস হিসেবে পালন করার আহ্বান জানিয়ে বিশাল গণমিছিল ও পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সকল কথা বলেন।
গণমিছিলে অতিথি হিসেবে যোগ দেন জেএসডি কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, অ্যাডভোকেট বিকাশ চন্দ্র সাহা, ইকবাল হোসেন, জেএসডি সমর্থিত কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মোসলেহ উদ্দিন বিজয় ও সাধারণ সম্পাদক নাবিলা ইসলাম।
গণমিছিলে নেতৃত্ব দেন কমলনগর উপজেলা জেএসডি সভাপতি অধ্যক্ষ আবদুল মোতালেব, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুনুর রশিদ ডিলার।
মিছিলে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, মাস্টার আলতাফ হোসেন, খোরশেদ আলম, আলমগীর হোসেন বাহার, এবিএম বাবুল মুন্সি, আবুল খায়ের, দুলাল সর্দার, আনোয়ার কবিরাজ, বুলু, সৈয়দ আহাম্মদ, দুলাল মাঝি, আইয়ুব তালুকদার, আমজাদ, ইউসুফ খান, আবদুস শহীদ ব্যাপারি, উপজেলা যুব পরিষদের আহ্বায়ক মাহমুদুর রহমান বেলাল, যুগ্ম আহ্বায় শিব্বির দেওয়ান, উপজেলা শ্রমিক জোট নেতা হারুনুর রশিদ, নুর উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা নুরুল আলম ঝিকুসহ দলের ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
বিডি প্রতিদিন/আরাফাত