ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে যানজটে আটকা পড়া দুটি মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটেছে।
সংঘব্ধ ডাকাতদল দুটি মাইক্রোবাসের যাত্রীদের কাছ থেকে নগদ টাকা মোবাইলসহ মালামাল লুট করে নিয়ে গেছে।
শুক্রবার ভোর রাতে মহাসড়কের সরাইলের শাহবাজপুর ব্রিজের কাছে এ ঘটনা ঘটেছে। ডাকাতের কবলে পড়া একটি মাইক্রোবাসে থাকা রুবেল আরিফ জানান, তারা কয়েক বন্ধু মাইক্রোবাস নিয়ে সিলেটে বেড়াতে যাওয়ার সময় তাদের মাইক্রোবাসটি অন্যান্য যানবাহনের সাথে শাহবাজপুর এলাকায় যানজটে আটকা ছিল। রাত আনুমানিক পৌনে ৪টার দিকে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাত দল দেশীয় অস্ত্রশস্ত্রসহ অতর্কিত তাদের এবং পাশের অপর একটি মাইক্রোবাসে হামলা করে গাড়ি থেকে নগদ দুই লাখ টাকা, ৫টি দামি মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে। তিনি জানান, পাশের মাইক্রোবাস থেকেও লক্ষাধিক টাকাসহ ৩/৪টি মোবাইল লুটে নিয়ে গেছে। তিনি আরও জানান, ঘটনাটি ঘটার কয়েক মিনিটের মধ্যেই সরাইল থানার পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌছান।
প্রসঙ্গত, মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড এলাকায় গত বুধবার রাতে বালিবাহী একটি ট্রাক বিকল হয়ে পড়লে এর জের হিসেবে বৃহস্পতিবার দিনভর ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এর জের ধরে বৃহস্পতিবার রাতেও ওই এলাকায় তীব্র যানজট অব্যাহত ছিল।
বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, বিশ্বরোড গোলচত্বর এলাকায় যানজট নিয়ন্ত্রণে ব্যস্ত থাকায় এবং ঘটনাস্থল সরাইল থানা পুলিশ দেখভাল করায় ডাকাতির খবর তিনি পাননি বলে দাবি করেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন