শরীয়তপুর সদর উপজেলায় প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার শরীয়তপুরের সদর উপজেলার প্রেমতলার মোড়ে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযানে পলিথিনগুলো জব্দ করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইলোরা ইয়াসমিন। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রাসেল নোমান।
স্থানীয় ও পরিবেশ অধিদপ্তর ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, সরকারের আদেশ অমান্য করে ঢাকা থেকে শরীয়তপুর সদর উপজেলা নিষিদ্ধ পলিথিন দীর্ঘদিন যাবত পরিবহন করে আসছিল একটি চক্র। এমন সংবাদের ভিত্তিতে আজ সকাল সাতটার দিকে প্রেমতলা মোড়ে যৌথ অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসন। এ সময় দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে প্রায় ৬ লাখ টাকা মূল্যের ৩ হাজার কেজি অবৈধ পলিথিন জব্দ সহ পরিবহন কাজে ব্যবহৃত ট্রাক মালিকে ১ লক্ষ টাকা জমিমানা করে ভ্রাম্যমাণ আদালত। নিষিদ্ধ অবৈধ পলিথিন ব্যবহার বন্ধ এরকম অভিযান অব্যাহত থাকবে বলে জানান পরিবেশ অধিদপ্তরের এই কর্মকর্তা।
বিডি প্রতিদিন/এএম