কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নে পারিবারিক কলহের জেরে বোন জামাইয়ের ছুরিকাঘাতে নুরুল আলম (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।
ঘটনাটি ঘটে সোমবার (১১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে হ্নীলা পূর্ব পানখালীর পাহাড়ি টিলায় নিহতের বাড়ির আঙিনায়।
পারিবারিক সূত্রে জানা যায়, নুরুল ইসলামের মেয়ে টুম্পা মনির স্বামী মো. আব্দুল্লাহ মাদকাসক্ত এবং দীর্ঘদিন ধরে স্ত্রীকে নির্যাতন করে আসছিলেন। স্ত্রী এক মাস ধরে বাবার বাড়িতে থাকলেও তিনি খোঁজ নেননি এবং ১২ দিন আগে টুম্পা সন্তানের জন্ম দিলেও দেখতে আসেননি।
ঘটনার দিন সন্ধ্যায় পারিবারিক বৈঠকে টুম্পার মা জানান, জামাইয়ের আচরণ পরিবর্তন না হলে মেয়ে আর তার কাছে পাঠাবেন না। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল্লাহ শাশুড়িকে ছুরিকাঘাতের চেষ্টা করেন। নিজের মাকে বাঁচাতে গেলে নুরুল আলমের গলায় উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান আব্দুল্লাহ। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ