ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ অংশের চট্টগ্রামমুখী সার্ভিস লেনে একটি যাত্রীবাহী বাস উল্টে যাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কয়েকজন আহত হলে তাদেরকে পথচারীরা ধরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। তাৎক্ষণিক ভাবে তাদের কারও নাম পরিচয় পাওয়া যায়নি।
এতে চিটাগংরোড থেকে মৌচাক এলাকা পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। মঙ্গলবার (১২ আগষ্ট) সকাল ৬ টা ৩০ মিনিট এ মহাসড়কের আমিজউদদীন পেট্রোল পাম্পের উল্টো পাশে চট্টগ্রামমুখি লেনে এঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন।
একাধিক প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সার্ভিস লেনে একটি বাস চলন্ত অবস্থায় সড়কের ডিভাইডারের সাথে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় তখন কয়েকজন আহত হয়। তাৎক্ষণিক পথচারীরা তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ টিআই জুলহাস উদ্দিন বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস উলটে যাওয়ার ঘটনা ঘটেছে। খবর পাওয়ার সাথে সাথে আমরা সেখানে পুলিশ পাঠিয়েছি। বাসটি সড়ক থেকে সরিয়ে নেওয়ার কাজ চলছে।
যানজট ও আহতদের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ইতিমধ্যে আমরা সার্ভিস লেনের একটি পাশ দিয়ে গাড়ি যাওয়ার সুযোগ করে দিচ্ছি। এছাড়া সড়কের মাঝের লেনটি দিয়ে গাড়ি যাচ্ছে। আহতের কথা আমি শুনেছি তবে এখানো কারও নাম পরিচয় জানা যায়নি।
বিডি প্রতিদিন/এএম